Saturday, April 5, 2014

নোবেলজয়ী কলাম্বিয়ান লেখক মার্কেজ হাসপাতালে

নোবেলজয়ী কলাম্বিয়ান লেখক মার্কেজ হাসপাতালে
নোবেলজয়ী প্রখ্যাত কলম্বিযান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুস ও মূত্রনালীতে সংক্রমণের কারণে ৮৭ বছর বয়সী এই লেখককে মেক্সিকো সিটির হাসপাতালে নেয়া হয়। ৩০ বছর ধরে মেক্সিকোতে বসবাসকারী মার্কেজকে সোমবার রাতে রাজধানী মেক্সিকো সিটির দ্য ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট সালভাদর জুবিরানে ভর্তি করা হয়। তিনি পানিশূন্যতা ও বিভিন্ন সংক্রমণে ভুগছেন। খবর বিবিসি। সাম্প্রতিক বছরগুলোতে এই কথাশিল্পীকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। মেক্সিকোয় বসবাসকারী এই লেখক বেশ কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। মার্কেজকে স্প্যানিশভাষার সর্বকালের অন্যতম সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়।


আফগানিস্তানে পুলিশের গুলিতে এপির ফটো সাংবাদিক নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত প্রদেশের একটি ছোট্ট শহরে পুলিশের গুলিতে বার্তা সংস্থা এপির এক ফটোসাংবাদিক নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। সূত্র বিবিসি।
নিহত সাংবাদিকের নাম আনজা নিয়েড্রিংহস (৪৬)। শনিবার আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মধ্যেই এই ঘটনা ঘটল।
তবে এই নির্বাচন বানচালে সহিংসতার হুমকি দিয়েছিল জঙ্গীগোষ্ঠী তালেবান। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হবেন। ২০০১ সালে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কারজাই। তালেবান গোষ্ঠীর হুমকির মুখে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে দেশজুড়ে ২ লাখ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবেন।


আফগানিস্তানে আজ প্রেসিডেন্ট নির্বাচন

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইর স্থলাভিষিক্ত হতে আজ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কারজাই ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর থেকে আফগানিস্তান শাসন করে এসেছেন। কিন্তু তিনি সংবিধান অনুযায়ী তৃতীয়বারের মতো এ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এ নির্বাচনের মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরিত হবে বলে প্রত্যাশা করা হয়। কিন্তু সেখানে ভবিষ্যতে অনেক বাধা রয়েছে। ন্যাটো কম্ব্যাট সৈন্যদের চলতি বছর শেষ দিকে আফগানিস্তান থেকে সরে যাওয়ার কথা। নতুন প্রেসিডেন্টকে সম্ভবত বিদ্রোহীদের আরও হামলার এবং তালেবানের ক্ষমতা পুনর্দখলের চেষ্টার মোকাবেলা করতে হবে। খবর বিবিসি অনলাইনের।
প্রেসিডেন্ট পদে ৮ প্রার্থীর মধ্যে 

No comments:

Post a Comment