স্পেনে ব্যয় সংকোচনের বিরুদ্ধেলাখো মানুষের প্রতিবাদ
আল জাজিরা
সরকারের ব্যয় সংকোচন পদক্ষেপের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আবারো স্পেনের লাখখানেক মানুষ রাস্তায় প্রতিবাদ জানিয়েছে। রাজধানী মাদ্রিদ এবং আরো ৫৩টি নগরীতে দেশটির বৃহত্তম দুইটি ট্রেড ইউনিয়নসহ একশটিরও বেশি সংগঠন কর বৃদ্ধি বন্ধ এবং বেতন দেয়ার দাবিতে মিছিল করেছে।
৬৭ বছর বয়সী সাবেক সরকারি চাকরিজীবী মারিয়া ক্রুজ ওটেরো বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি প্রতিবাদ করছেন, কারণ, স্প্যানিশ সমাজে যারা সবচেয়ে খারাপ আছে— এই ব্যয় সংকোচন তাদেরকে আঘাত করছে। তিনি আরো বলেন, তথাকথিত ব্যয় সংকোচনটি সেই একই মানুষদের যাদের কিছুই অবশিষ্ট নেই, যাদের অল্প কিছু আছে। একে 'ক্রয়ক্ষমতার একটি নিষ্ঠুর ক্ষতি' বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত মাসে মাদ্রিদে এরকম একটি ব্যয় সংকোচন বিরোধী মিছিলের পর পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে একশরও বেশি মানুষ আহত এবং কয়েক ডজন গ্রেফতার হয়েছিল।
স্প্যানিশ সরকার বলছে, তার সংস্কারসমূহ কাজ করছে এবং এবছর জিডিপির ৫.৮ ভাগ, পরের বছর ৪.২ ভাগ এবং ২০১৬ সালের মধ্যে ২.৮ ভাগ পর্যন্ত ঘাটতি কমিয়ে আনতে সরকার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অঙ্গীকার করেছে। কিন্তু বেকারত্বের হার ২৬ ভাগে দাঁড়িয়েছে এবং দাতব্য সংস্থা কারিতাস গত সপ্তাহে সতর্ক করেছিল, সামাজিক নিরাপত্তা কমিয়ে দেয়া ও উচ্চ বেকারত্ব দারিদ্র্যে একটি 'নজিরবিহীন বৃদ্ধি' ঘটাতে পারে।
ইউরোপিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার আগে গত বৃহস্পতিবার স্পেনে এই বিক্ষোভ হলো। ঐ সংগঠনটি প্রত্যাশা করছে, ইউরোপে যে অর্থনৈতিক নীতি অনুসৃত হচ্ছে তার বিরুদ্ধে ২০টিরও বেশি দেশের কমপক্ষে ৫০ হাজার শ্রমিক ব্রাসেলসে অনুষ্ঠেয় প্রতিবাদ জানাবে।
No comments:
Post a Comment