রফিক ভাই বলতেন চলো একটু মদ খাই: ইমদাদুল হক মিলন
জনপ্রিয় লেখক এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বর্তমান সম্পাদক ইমদাদুল হক মিলন সম্প্রতি তার এক সাক্ষাৎকারে নিজের মদ খাওয়ার স্মৃতিচারণ করেছেন। জানিয়েছেন, কিভাবে চাদরের নিচে লুকিয়ে মদ খেয়ে খেয়ে আড্ডা দিতেন সহ-লেখকদের সঙ্গে।
0গত ৮ সেপ্টেম্বর অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪ডটকম ইমদাদুল হক মিলনের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।
"ইমদাদুল হক মিলনের সাক্ষাৎকার: বাংলাদেশের প্রথম জনপ্রিয় লেখক আমি" শিরোনামের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শিমুল সালাহউদ্দিন। বিডিনিউজের 'আর্টস' বিভাগে প্রকাশিত সাক্ষাৎকারের এক জায়গায় মিলন বলেন--
"রফিক (রফিক আজাদ) ভাই আমাকে যে কী ভালোবাসে, ধীরে ধীরে এমন একটা সম্পর্ক হলো, সে আমাকে বলে, বেটা। আমি তাঁর ছেলের মত। এই চলো একটু মদ খাই। এই আমার সঙ্গে থাক, আজ রাতে, আড্ডা দিবোনি। এক বোতল মদ আমরা চাদরের তলায় করে নিয়ে গেছি । হয়তো আমার গেণ্ডারিয়ার বাসায় সে চলে এসেছে, বা তাঁর বাসায় আমি চলে গেছি।"
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
No comments:
Post a Comment